ডেঙ্গু ও নারীদের জরায়ু ক্যানসার সচেতনতায় উঠান বৈঠক

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু ও নারীদের জরায়ু ক্যানসার সচেতনতায় উঠান বৈঠকছবি: বন্ধুসভা

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু ও নারীদের জরায়ু ক্যানসার সচেতনতায় উঠান বৈঠক করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে ২৪ অক্টোবর বরিশালের কর্ণকাঠির আমিন কলোনিতে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাউথ এ্যাপেলো মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার পারভেজ হোসেন ও ডাক্তার অনন্যা রহমান। ডাক্তার পারভেজ হোসেন বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে কীভাবে বাঁচতে পারি, সে সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।’ এ সময় তিনি ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিশদ আলোকপাত করেন।

জরায়ুমুখ ক্যানসার সচেতনতা বিষয়ে ডাক্তার অনন্যা রহমান বলেন, ‘জরায়ু ক্যানসার হয় একধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। সাধারণত এই ভাইরাসটি ছড়ায় আক্রান্ত কারও সঙ্গে ফিজিক্যাল ইন্টারকোর্সের মাধ্যমে।’

ডাক্তার অনন্যা রহমান আরও বলেন, ‘এর অন্যতম ভয়াবহ দিক হলো, এই ক্যানসারকে অনেকে পিরিয়ডের মেয়েলি সমস্যা মনে করেন। যেহেতু ভাইরাস আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এই ক্যানসার হয় না, তাই আক্রান্ত নারীর বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যার কারণে একে নীরবঘাতী ক্যানসার বলে।’ পরে উপস্থিত কিশোরী ও নারীরা তাঁদের নানা ধরনের সমস্যা, প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে প্রশ্ন করলে আলোচক সেগুলো উত্তর দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাবিলা জান্নাত বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকতে হলে সব সামাজিক ট্যাবুকে ভেঙে লজ্জা পরিহার করে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু ও নারীদের জরায়ু ক্যানসার সচেতনতায় উঠান বৈঠক

অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরী ও নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। মধ্যবয়স্ক এক নারী বলেন, ‘এরকম স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের মতো অশিক্ষিত মানুষের জন্য খুব দরকারি। এ রকম অনুষ্ঠান বেশি বেশি হলে আমরা স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে পারব এবং নানা জটিল অসুখ থেকে বাঁচতে পারব।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি তৌসিফ আলম, অর্থ সম্পাদক শাহেদ শাহরিয়া, প্রশিক্ষণ সম্পাদক মোরশেদুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, বন্ধু পারভেজ মোশাররফ, সাইফ উদ্দিন, মাহিন ফয়সাল, জুনায়েদ প্রকাশসহ অন্যান্য বন্ধুরা।

বন্ধু, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা