ব্রহ্মপুত্র পাড়ের সবুজ ঘাসে বৈকালিক আড্ডা

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘এসেছে শরৎ
হিমের পরশে লেগেছে হাওয়া
সবুজ ঘাসের আগায়
শিশিরের রেখা’

ষড়ঋতুর বাংলাদেশে পযার্য়ক্রমে ছয়টি ঋতু আবর্তিত হয়। প্রকৃতির রূপবৈচিত্র্যে নিঝুম বৃষ্টি, সোনা ঝরা রোদ, গগনচুম্বী নীলাকাশ, বাতাসে হিমের হাওয়া, ভোরের সবুজ ঘাসের আগায় শিশিরবিন্দু, কাশফুল, শিউলি ফুল নিয়ে হাজির হয় শরৎকাল। বাংলা হিসেবে ভাদ্র ও আশ্বিন—এ দুই মাস নিয়ে শরৎকাল। শরৎ শুভ্রতার প্রতীক।

২ অক্টোবর ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের পাড়ের সবুজ ঘাসের ওপর বৈকালিক আড্ডার আয়োজন করে ময়মনসিংহ বন্ধুসভা। গান, কবিতা, কৌতুক ও নদের দুই পাড়ের কাশফুলের মধ্যে ঘোরাঘুরি, ছবি তুলে সারা বিকেল অতিবাহিত করেন বন্ধুরা।

বন্ধুদের উপস্থিতি বৈকালিক আড্ডায় উৎসবের রং ছড়ায়
ছবি: বন্ধুসভা

বিকেল চারটায় হিমু আড্ডার সামনে সবাই উপস্থিত হয়। এরপর শুরু হয় শরতের গান, কবিতা ও কৌতুক। বন্ধু আলমাস হোসাইনের কৌতুকের মধ্য দিয়ে আড্ডা শুরু হয়। সভাপতি আবুল বাশার ও সহসভাপতি সাদিকুল ইসলামসহ অন্য বন্ধুরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলে জানান ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশার।
মিষ্টি ভোজন ও চা–চক্রের মাধ্যমে আড্ডার সমাপ্তি ঘটে।

যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা