সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে বন্ধুসভার গঠনতন্ত্র
প্রথম আলো বন্ধুসভার সংশোধিত গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ২১ জুন বিকেলে সিরাজগঞ্জ জেলার আলমপুর কালিদাসগাতী এলাকায় এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বন্ধুরা একে একে গঠনতন্ত্রের প্রতিটি অনুচ্ছেদ পাঠ করেন। যেসব বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে সংশয় ছিল, সেগুলোর ব্যাখ্যাসহ আলোচনা করেন সাধারণ সম্পাদক নয়ন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মুনতাহ মুন, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদসহ অন্য বন্ধুরা।