‘মৃত্যুক্ষুধা’ সমকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক শক্ত প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বিংশ শতাব্দীর প্রথম ভাগ। তৎকালীন দারিদ্র্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পটভূমিতে রচিত কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি। কৃষ্ণনগরের চাঁদসড়কের বস্তি এলাকার দরিদ্র পরিবারের জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন লেখক। ২১ জানুয়ারি বইটি নিয়ে পাঠের আসর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

বইটি সম্পর্কে সাধারণ সম্পাদক আলি আকরাম বলেন, খ্রিস্টান মিশনারি এবং মুসলিম অধ্যুষিত এলাকার কলহ-বিবাদ, ধর্মীয় মতভেদ, আর্থিক টানাপোড়েন, সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব, নিত্যদিনের জীবন প্রবাহ—সব মিলিয়ে নজরুলের মানবিক চৈতন্যের যে বিদগ্ধ রচনাশৈলী তারই সুস্পষ্ট প্রতিচ্ছবি এই উপন্যাস। একেবারে কাছ থেকে দেখা সাধারণ মানুষের জীবন-ঘনিষ্ঠতার যে যথার্থ অবয়ব নজরুলের সৃজন-দ্যোতনায় গতি পায়, তারই বিশিষ্ট আয়োজন ‘মৃত্যুক্ষুধা’। উপন্যাসের বিস্তৃত বলয়, ঘটনাবহুল বিষয়বস্তু, বিচিত্র চরিত্রের বিন্যাস সর্বোপরি আর্থ-সামাজিক, রাজনৈতিক আর ধর্মীয় আবহ গ্রন্থের আবেদনকে যে মাত্রায় নিয়ে যায়, তা যেমন সমকালীন বিক্ষুব্ধ ব্যবস্থাকে স্পষ্ট করে, একইভাবে ঔপন্যাসিককেও এক বিশিষ্ট মর্যাদায় দাঁড় করার।

পাঠচক্র শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সামাজিক বিভেদ, ধর্মীয় বিরোধ, শ্রেণিবিভক্ত সমাজের অসঙ্গতি এবং শাসন-শোষণের সুতীব্র আঁচড় নজরুল কখনো মানতে পারেননি। তাঁর পরিচ্ছন্ন অনুভব যেমন কবিতায়, সংগীতে একইভাবে কথাশিল্পেও। নির্বিত্ত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কোনো ধরনের রোষানলকে তিনি তোয়াক্কা করেননি। ব্রিটিশ উপনিবেশের সৃষ্ট সব ধরনের অত্যাচার-অবিচার আর নিগ্রহের বিরুদ্ধে লড়াই করা অত সহজ ব্যাপার ছিল না। কারাবাস থেকে আরম্ভ করে বই বাজেয়াপ্ত করা, আরও হরেক রকম দণ্ডের বোঝা নজরুলকে বহন করতে হয়েছিল। কিন্তু অদম্য, দুর্দমনীয় বিদ্রোহীকে কোনোভাবেই থামানো যায়নি। মৃত্যুক্ষুধা সেই বোধেরই রচনাশৈলী, যা সমকালীন সমাজব্যবস্থার বিরুদ্ধে এক শক্ত প্রতিবাদ।

এ ছাড়া পাঠ্যচক্রে বই রিভিউর ধরন সম্পর্কে আলোচনা করা হয়। পাঠাগার ও পাঠ্যচক্র সম্পাদক তাসলিমা আক্তারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফাল্গুনী ভট্টাচার্য, সহসাংগঠনিক সম্পাদক অনিক সরকার, সাংস্কৃতিক সম্পাদক বিনয় সূত্রধর, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবু দাউদসহ অন্যান্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা