রাঙ্গুনিয়া বন্ধুসভার পাঠের আসর
বিশিষ্ট সাংবাদিক, কথাসাহিত্যিক ও নাট্যকার আনিসুল হকের লেখা ‘কখনো আমার মাকে’ উপন্যাস নিয়ে পাঠের আসর করে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ৭ মার্চ স্থানীয় এক কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে ছিলেন সহসাংগঠনিক সম্পাদক কবি শাহী মোহাম্মদ ইলিয়াস। বন্ধুদের আলাপচারিতায় উঠে আসে ‘কখনো আমার মাকে’ উপন্যাসের মূল প্রতিপাদ্য একজন হার না মানা যোদ্ধা মায়ের পাওয়া আর না পাওয়ার হাজারো দুঃখ আর সুখের কল্পকথন।
লেখক তাঁর এই অমর সৃষ্টিকে এতটা সুনিপুণভাবে তুলে এনেছেন যে তা সবার হৃদয় ছুঁয়েছে। এ যেন আমার আমিতে নিজের মাকে হারিয়ে খুঁজে ফেরার মতন। অন্তরের কতটা ব্যাকুলতার নীরব লেখা—‘কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না, আজ মনেই পড়ে না।’
পাঠচক্রের আসর শেষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা হয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশিত ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয়, বন্ধুদের নিয়ে ইফতার আয়োজন ও এ মাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম, মুবিন উদ্দিন, মোহাম্মদ মিজান, সুমঙ্গল তালুকদার, আরাফাত সিকদার, আকবর শাহসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা