সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ফল উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের ফল উপহার দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দেশে ফলের মৌসুম চললেও সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সচরাচর ফল খাওয়া হয়ে ওঠে না। সেই ভাবনা থেকে তাদের জন্য এবার ফল উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

সদরঘাট এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৮ জন পুরান ঢাকার সদরঘাট এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করেছেন বন্ধুরা। প্রতিজনের জন্য ছিল আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, পেয়ারা, জামরুল, কামরাঙ্গা, করমচা, কলা, ডেউয়া, লটকন, কাউফলসহ মোট ১৩ রকমের ফল। একসঙ্গে এতগুলো ফল খেতে পেরে তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস।

বন্ধুদের ফল খাওয়ার উৎসব
ছবি: বন্ধুসভা

পরে বন্ধুরা নিজেরা ফল খাওয়ার উৎসবে মেতে ওঠেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজাউদ্দিন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী সরকার, বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি সাইদুল হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়াসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা