রাউজানে শোকগাথা কবিতা পাঠ ও আলোচনা সভা

বক্তব্য দিচ্ছেন রাউজান বন্ধুসভার সভাপতি সালসাবিল করিম চৌধুরী
ছবি: বন্ধুসভা

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রামের রাউজানে শোকগাথা, কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে বন্ধুসভা। ১৫ আগস্ট বিকেলে উপজেলার নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পাশে ছবিলা-লতিফ ভিলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

শুরতেই বঙ্গবন্ধুকে স্মরণ করে দলীয় কবিতা আবৃত্তি করেন বন্ধুরা। এরপর শুরু হয় আলোচনা সভা। রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি ইউসুফ উদ্দিন। আরও বক্তব্য দেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা নূর মুহাম্মদ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মুজিবুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ বেলাল, নোয়াপাড়া মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল, বন্ধুসভার সভাপতি সালসাবিল করিম চৌধুরী, সহসভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক সরোয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষক সৈয়দ আবদুল্লাহ রশিদী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, প্রচার সম্পাদক রায়হান ইসলাম, বকুল বড়ুয়া, শানীন আকতার, প্রিয়া তালুকদার, তাসলিমা আকতার, পাবেল চৌধুরী, ইমন দাশ, কামরুল হক, ইয়াসিন আরাফাত, ফয়সাল হোসেন, নুরুল কবির প্রমুখ।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিনাজুরী নবীণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সৈয়দ আবদুল্লাহ রশিদী।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা