‘আমরা আমাদের বেঁচে থাকার সবকিছু পাই চারপাশের প্রকৃতি থেকে। প্রকৃতিকে না বাঁচালে আমরাও বাঁচব না। বৃক্ষনিধন, প্লাস্টিক বর্জ্য, শিল্পায়নের নামে দূষণসহ নানাভাবে আমরা প্রকৃতির ক্ষতি করছি। এতে রুক্ষ হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। বাড়ছে ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তাই দূষণ ও বৃক্ষনিধন বন্ধ করে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
কথাগুলো বলে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের ৯ম শ্রেণির শিক্ষার্থী ইমাদুল ইসলাম। বিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রদর্শন করা পরিবেশ সচেতনতামূলক একটি শর্ট ফিল্ম শেষে জানতে চাওয়া হলে এভাবেই নিজের অভিব্যক্তি জানায় সে। শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম দেখা শেষে কুইজ পর্বে উত্তর দিয়ে এবং নিজের অভিব্যক্তি জানিয়ে ইমাদুলের মতো আরও ১১ শিক্ষার্থী পেয়েছে বাগেরহাট বন্ধুসভার শুভেচ্ছা উপহার।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’–এর অংশ হিসেবে বাগেরহাট বন্ধুসভা আয়োজন করে পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযানের। যার অংশ হিসেবে ৩১ অক্টোব সোমবার, ‘বাঁচাই প্রকৃতি, বাঁচি প্রাণ ভরে’ স্লোগানে এ আয়োজনে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীকে সঙ্গে একবেলা অতিবাহিত করেন বন্ধুরা।
এ সময় প্রদর্শন করা হয় পরিবেশ সচেতনতামূলক শর্ট ফিল্ম ‘মেন’, প্রথম আলো নির্মিত ডকুফিল্ম ‘আলোর ফেরিওয়ালা: পলান সরকার’ ও ‘গাছ ভালোবাসেন কার্তিক পরামানিক’। কুইজ পর্ব শেষে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ ও পাখি রক্ষা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন গাছে স্থাপন করা হয় মাটির হাঁড়ি।
পরে প্রাণ-প্রকৃতি রক্ষার শপথ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকৃতির ক্ষতি না করা, পাখিদের আশ্রয়স্থল রক্ষার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এ সময় প্রকৃতি সুরক্ষার শপথ নেন বন্ধুসভার বন্ধুরাও।
এ সময় উপস্থিত ছিলেন সামছউদ্দীন নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পাল, ট্রাস্টের স্বাস্থ্য সমন্বয়কারী তাছফিয়া জাহান, সহকারী প্রধান শিক্ষক উজ্জল মল্লিক, শিক্ষক মাহমুল হাসান, ইকবাল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমরান শিকদার,বন্ধু ঝুমুর, তৈফিক হারুন, ইমরান, ছোঁয়া, বুশরা, সনিয়া, সাকিবসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা