নারীরা আছে বলেই পৃথিবী এত সুন্দর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর রংপুর অফিসে আলোচনা সভার আয়োজন করে রংপুর বন্ধুসভাছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রংপুর বন্ধুসভা। ৮ মার্চ বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ’। পাশাপাশি সভায় নারী দিবসের পটভূমি, বর্তমান প্রেক্ষাপট ও নারীর অধিকার নিশ্চিতকরণে করণীয় নিয়ে সার্বিক আলোচনা করেন বন্ধুরা।

স্বাগত বক্তব্যে সঞ্চালক ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সোহাগ সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীরা আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারীরা তাঁদের নারীসত্তার মর্ম অনুধাবন করুক, হয়ে উঠুক আত্মনির্ভর ও অধিকার সচেতন। পুরুষেরা নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করুক, পৃথিবী হয়ে উঠুক আরও সমতার।

শিক্ষক সোহেলী চৌধুরী নারীদের জাগরণ কামনা করে বলেন, ব্যক্তি পর্যায় থেকে নারীদের জাগরণ, অধিকার সচেতনতা ও আত্মনির্ভরশীলতা বর্তমান প্রেক্ষাপটে সর্বাধিক কাম্য। যে জাগরণের কথা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শতবর্ষ আগে বলেছেন, তা একটি চলমান প্রক্রিয়া। কালে কালে তার চর্চা অব্যাহত রাখতে হবে।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সেলিনা সাত্তার নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘আমি পরিবার, শিক্ষালয়, কর্মস্থান ও সমাজ কর্তৃক প্রয়োজনীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করেছি। কিন্তু নিজ অভিজ্ঞতাতে দেখেছি সবার ক্ষেত্রে চিত্রটি এক রূপ নয়। প্রত্যেক নারীর অধিকার নিশ্চিতকরণই নারী দিবসের উদ্দেশ্য। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর রংপুর অফিসে আলোচনা সভার আয়োজন করে রংপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

পরবর্তী সময়ে অন্য বন্ধুরাও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশেষ এ দিবস উপলক্ষে গান ও কবিতা আবৃত্তি করেন বন্ধুরা। সভাপতি আরিফ হাসানের সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সুমিত রায়, প্রচার সম্পাদক মেজবাহুল মোর্শেদ, বন্ধু রেহানা পারভীন, তাসফিয়া খন্দকার, ম্যাগাজিন সম্পাদক সোহাগ কুমার দাস, বইমেলা সম্পাদক নন্দ গোপাল বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আওরঙ্গজেবসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা