‘পথের পাঁচালী’ বাংলা সাহিত্যের একটি ধ্রুপদি উপন্যাস

বশেমুরবিপ্রবি বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ বাংলা সাহিত্যের একটি ধ্রুপদি উপন্যাস। ১৯২৮ সালে একটি সাময়িকপত্রে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে শুরু করে এবং ১৯২৯ সালে পুস্তকাকারে প্রকাশিত হয়।

১৬ ফেব্রুয়ারি বইটি নিয়ে চলতি বছরের দ্বিতীয় পাঠচক্রের আসর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সঞ্চালনা করেন সভাপতি আলাউল হক।

প্রথমেই পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মৌমিতা আক্তার বইটির সূক্ষ্ম বিশ্লেষণ করেন। পরে অন্য বন্ধুরাও উপন্যাসটি নিয়ে আলোকপাত করেন। বইটিতে একটি দরিদ্র পরিবারের নিজের গ্রামের ভিটেমাটিতে টিকে থাকার লড়াই এবং সেই পরিবারের ছেলে অপুর বেড়ে ওঠা বর্ণিত হয়েছে।

উপন্যাসের পরবর্তী অংশে মা–বাবার সঙ্গে অপুর গ্রাম ছেড়ে যাত্রা ও কাশীবাসের কাহিনি রয়েছে। পাঠের আসরে আরও উপস্থিত ছিল সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী রাসেল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুবেল রানা, দপ্তর সম্পাদক সাফায়েত, কার্যনির্বাহী সদস্য অদিতি ভট্টাচার্যসহ অন্য বন্ধুরা।

সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা