সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের জন্য একবেলা খাবার

খাবারের পাশাপাশি উপহার হিসেবে ফুলও দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

‘ভালোর সাথে আলোর পথে’—প্রথম আলোর এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যকরী কমিটি-২০২৩ তাদের প্রথম কার্যক্রম শুরু করেছে একটি ভালো কাজের মাধ্যমে।

ভালো কাজের মাধ্যমে রাবি বন্ধুসভার নতুন বছরের কার্যক্রম শুরু
ছবি: বন্ধুসভা

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় কিছু সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষকে একবেলার খাবার উপহার দিয়েছেন বন্ধুরা। তাঁদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য এই উদ্যোগ।

পরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সভাপতি সাহাবুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিনকে ফুল দিয়ে বরণ করে নেন সবাই। এরপর কমিটির অন্যান্য সদস্যকেল দিয়ে বরণ করে নেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় বাৎসরিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা