ভৈরব বইমেলায় বন্ধুসভার স্টল ও মঞ্চনাটক প্রদর্শনী

ভৈরব বন্ধুসভার স্টল
ছবি: বন্ধুসভা

ভৈরবে অনুষ্ঠিত হয়ে গেল আট দিনব্যাপী অমর একুশে বইমেলা। ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা এবার ২৬ বছরে পদার্পণ করেছে। সপ্তাহব্যাপী মেলা প্রাঙ্গণ ছিল দর্শকদের পদচারণে মুখর।

বেশ কয়েক বছর ধরে বইমেলায় স্টল দিয়ে আসছে ভৈরব বন্ধুসভা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘ভৈরব বন্ধুসভা বইঘর’ নামের এ স্টল পাঠকের চাহিদা পূরণে প্রথমা প্রকাশনসহ বেশ কয়েকটি প্রকাশনীর বই বিক্রি করেছে।

মেলায় হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হকসহ বিভিন্ন লেখকের থ্রিলার, সায়েন্স ফিকশন, রোমান্টিক উপন্যাস এবং শিশুদের বইগুলো বেশ ভালো বিক্রি হয়। একই সঙ্গে চলে নতুন বন্ধু সংগ্রহ।

ক্রেতা-বিক্রেতা ও লেখকদের নিয়ে প্রতিদিন ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে থাকে নানা আয়োজন। অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন প্রিয়াংকা, নুদরাতুন তোরসা, শাহরিয়ার ইবাদ, মানিক আহমেদ, মাহমুদা তমা, তানশি নাহার, সুমাইয়া হামিদ ও রিফাত হোসেন।

এ বিষয়ে ভৈরব বন্ধুসভার উপদেষ্টা ওয়াহিদা আমিন বলেন, ‘বইয়ের ঘ্রাণ বন্ধুদের সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে, একসঙ্গে সবাই কাজ করার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সাংগঠনিক দক্ষতা।’ সভাপতি নাহিদ হোসাইন বলেন, ‘বইমেলা যেন বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়েছে। ৮ দিনে প্রায় ৪০ জন বন্ধুর আনাগোনা ছিল স্টলে। সবার পরিশ্রম আর আন্তরিকতায় আমরা দারুণ কিছু সময় অতিবাহিত করেছি।’

উইলিয়াম শেক্‌সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি মঞ্চায়ন করেন ভৈরবের বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রতিদিন মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতা ও মঞ্চনাটকের আয়োজন করা হয়। ভৈরব বন্ধুসভা এবার উইলিয়াম শেক্‌সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি মঞ্চায়ন করে। এটি ছিল চতুর্থ মঞ্চায়ন। এর আগে মহুয়া, চন্দ্রাবতী ও সাত ভাই চম্পা মঞ্চায়িত হয়। এবার ভিন্ন ধারার নাটকটি সবার ভূয়সী প্রশংসা অর্জন করে। ভৈরব সরকারি কাদির বকস পাইলট মডেল হাইস্কুল মাঠে বইমেলার মঞ্চে গত ২১ ফেব্রুয়ারি রাত আটটায় নাটকটি মঞ্চস্থ হয়। নির্দেশনা উপদেশক ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও নির্দেশনা দেন সুমাইয়া হামিদ।

মেলার সপ্তম দিনে বন্ধুসভা স্টলে আসেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি। তিনি বন্ধুসভার কাজের প্রশংসা করেন। বিশেষ করে ১৫০তম পাঠচক্রের মাইলফলক অর্জন করায় বন্ধুদের অভিনন্দন জানান।

সহসাংগঠনিক সম্পাদক, ভৈরব বন্ধুসভা