বন্ধুদের মধ্যে গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের মধ্যে গাছের চারা উপহারছবি: বন্ধুসভা

বৃক্ষ রোপণে উৎসাহিত করতে বন্ধুদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১২ জুলাই বিকেলে সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপহার দেওয়া চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকী, তেঁতুল, বেল, আমড়াসহ বাহারি এবং নানা স্বাদের ফলের গাছ। কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ বন্ধুসভা প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করা। পৃথিবীকে সুন্দর সবুজভাবে গড়ে তোলা।’

সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের মধ্যে গাছের চারা উপহার।

সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, ‘সিরাজগঞ্জ বন্ধুসভা সব সময় সমাজ, পরিবেশ ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট। প্রতিবছরের মতো আয়োজন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি।’

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আবুল কাশেম, সভাপতি প্রদীপ সাহা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রচার সম্পাদক মুনতাহা মুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রুহুল খান, সাংস্কৃতিক সম্পাদক আশীষ বিপ্লব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মরিয়ম খানম, আমিনা খাতুনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা