বৃষ্টিস্নাত সন্ধ্যায় খুলনা বন্ধুসভার খিচুড়ি উৎসব ও ইনডোর গেমস

ক্যারম খেলায় ব্যস্ত খুলনা বন্ধুসভার বন্ধুরাছবি: ইমন মিয়া

বৃষ্টিস্নাত পরিবেশে খিচুড়ি সন্ধ্যা ও ইনডোর গেমসের আয়োজন করে খুলনা বন্ধুসভা। ৪ জুলাই বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

নানা রকম মুখরোচক খাবারসহ বিভিন্ন ধরনের গেমসের মধ্যে ছিল দাবা, লুডু, ক্যারম খেলাসহ ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

খুলনা বন্ধুসভার খিচুড়ি উৎসব
ছবি: ইমন মিয়া

উপদেষ্টা তুহিন রায় বলেন, ‘বৃষ্টিস্নাত এই সময়ে আমরা দারুণ আনন্দময় সময় কাটিয়েছি। এ ধরনের খেলাধুলা যেমন আমাদের মনকে ভালো রাখে, তেমনি উজ্জীবিত করে বন্ধুদের।’

খাওয়াদাওয়া পর্ব শেষে গেমসে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতি অধ্যাপক কাজী মাসুদুল আলম বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের এ ধরনের নানান কাজ চলমান রাখতে হবে এবং সমাজের মানবিক কাজ করতে হবে। বন্ধুদের পড়তে হবে, জানতে হবে বিশ্ব। বর্তমান এআইয়ের যুগে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে।’

সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা