বৃষ্টিস্নাত সন্ধ্যায় খুলনা বন্ধুসভার খিচুড়ি উৎসব ও ইনডোর গেমস
বৃষ্টিস্নাত পরিবেশে খিচুড়ি সন্ধ্যা ও ইনডোর গেমসের আয়োজন করে খুলনা বন্ধুসভা। ৪ জুলাই বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
নানা রকম মুখরোচক খাবারসহ বিভিন্ন ধরনের গেমসের মধ্যে ছিল দাবা, লুডু, ক্যারম খেলাসহ ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
উপদেষ্টা তুহিন রায় বলেন, ‘বৃষ্টিস্নাত এই সময়ে আমরা দারুণ আনন্দময় সময় কাটিয়েছি। এ ধরনের খেলাধুলা যেমন আমাদের মনকে ভালো রাখে, তেমনি উজ্জীবিত করে বন্ধুদের।’
খাওয়াদাওয়া পর্ব শেষে গেমসে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতি অধ্যাপক কাজী মাসুদুল আলম বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের এ ধরনের নানান কাজ চলমান রাখতে হবে এবং সমাজের মানবিক কাজ করতে হবে। বন্ধুদের পড়তে হবে, জানতে হবে বিশ্ব। বর্তমান এআইয়ের যুগে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে।’
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা