জ্ঞান বিনিময়ের মাধ্যমেই হোক জ্ঞানের বিকাশ

জাককানইবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতিসহ যেকোনো বিষয়ে সরাসরি ভাব প্রকাশের উন্মুক্ত আয়োজন হলো পাঠচক্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এবারের পাঠচক্রের আসরের বিষয় ছিল কাজী নজরুল ইসলামের কালজয়ী উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’। ১৪ মে এটি অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত হয় ‘মৃত্যুক্ষুধা’। এ উপন্যাসে সমাজবাস্তবতার যে নির্মম চিত্র তুলে ধরা হয়েছে, তা শোষিত মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে, যাকে পুঁজি করে ভবিষ্যতের দেশ গড়ার কারিগর, অর্থাৎ আমরা শিক্ষার্থীরা সমাজের যেকোনো শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারি, তারই শিক্ষা পাওয়া যায় নজরুলের এ রচনায়।

উপন্যাসের কিছু উক্তি উল্লেখযোগ্য, যেমন ‘জীবনে দুঃখ নানা দিক থেকে আসতে পারে। তবে অর্থনৈতিক দুঃখের চেয়ে বড় দুঃখ আর কিছু নেই।’, যা উপন্যাসের মেজ বউর কথা থেকেই স্পষ্ট হয়ে ওঠে। মেজ বউ বলে, ‘কপালে এত দুঃখও লিখেছিলেন আল্লা। সেজ-বৌ’র যাবার সময়ও ঘরের পয়সায় কিনে দুটো আঙ্গুর কি একটা বেদানা কিনে দিতে পারলুম না। শুকিয়ে মরলেও কেউ শুধোয় না এসে।’

আলোচনা শেষে তিনজন সেরা পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন বন্ধু রনি কর্মকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শ্রাবণী রানী সরকার ও দপ্তর সম্পাদক কর্নজয় ত্রিপুরা। পুরস্কার দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে সবার মধ্যে বই পড়ার আগ্রহ আরও বাড়বে বলে আশা করেন সভাপতি সাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির মিয়া।

পাঠচক্র শেষে জাককানইবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা নাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মুক্তচিন্তার বিকাশ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার—সেই সঙ্গে গঠনমূলক আলোচনা বা সমালোচনা করা প্রয়োজন, যা সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠায় এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করবে। বই পড়ার মাধ্যমেই এটা সম্ভব। জ্ঞান বিনিময়ের মাধ্যমেই হোক জ্ঞানের বিকাশ।’

বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি বন্ধুদের কারিগরি শিক্ষার ওপরও জোর দিতে বললেন উপদেষ্টা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কারিগরি শিক্ষারও প্রয়োজন, যা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অর্জন করা উচিত। এতে দেশে শিক্ষিত বেকার তৈরির যে হার, তা কমবে এবং সামাজিক বৈষম্য দূর হবে।’

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সাকিবুল হাসান, সহসভাপতি তৈয়বা নুসরাত, সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যগ্ম সাধারণ সম্পাদক আফরিন রহমান, দপ্তর সম্পাদক আকিব হাসানসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, জাককানইবি বন্ধুসভা