দুস্থ–অসহায় বৃদ্ধকে ওষুধ ও পথ্যসহায়তা

দিনমজুর বুদ্দু শেখ ও তাঁর স্ত্রী
ছবি: বন্ধুসভা

‘আমার একমাত্র ছেলে শারীরিক প্রতিবন্ধী। আমি অন্যের বাড়িতে কাজ করি। এতে যা আয় হয়, তা দিয়েই স্ত্রী-সন্তানের সংসার কোনোরকমে চলে। এরই মধ্যে দীর্ঘ সময় ধরে হার্নিয়া রোগে ভুগছিলাম। সপ্তাহখানেক আগে আমার অসুস্থতা বেড়ে যায়। বন্ধুসভার এক বন্ধু আমাকে নিয়ে এসে এই হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকেরা আমার হার্নিয়ার অপারেশন করেছেন। এখন আমি অনেকটাই সুস্থ।’

কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামের সত্তরোর্ধ্ব অসহায়-বৃদ্ধ দিনমজুর বুদ্দু শেখ। তিনি বর্তমানে সিরাজগঞ্জ পৌর শহরের কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার হাসপাতালে গিয়ে তাঁকে বিনা মূল্যে ওষুধ ও পথ্যসহায়তা দিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে এ সহায়তা করেন বন্ধুরা।

রোগীর হাতে ওষুধ ও পথ্যসহায়তা তুলে দিচ্ছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন, হাসপাতালের ব্যবস্থাপক সেলিম আহমেদ, চিকিৎসা সহকারী পারভীন সুলতানা, মুরশিদা খাতুন, সিরাজগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নাঈম ইসলাম, গোলাম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি আরিফুল গণি, বন্ধু তুলি খাতুন, নূরে জান্নাত, লিপা রায়, রায়হান কবির, বৈশাখী রানী, উপদেষ্টা আব্দুস সালাম, সাদেকুল ইসলাম প্রমুখ।

সভাপতি, সিরাজগঞ্জ বন্ধুসভা