নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘তেঁতুল বনে জোছনা’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে বরগুনা বন্ধুসভা। ২৫ এপ্রিল বিকেলে বরগুনা পৌর কমপ্লেক্স প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
হুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় লেখক, যিনি সাধারণ জীবনের সহজ ভাষায় গল্প বলার মাধ্যমে লাখো পাঠকের হৃদয় জয় করেছেন। তাঁর লেখায় মিশে আছে হাস্যরস, আবেগ, রহস্য আর মানবিকতার ছোঁয়া। সাহিত্য ছাড়াও তিনি নাটক ও চলচ্চিত্র জগতেও সফল ছিলেন।
‘তেঁতুল বনে জোছনা’ হুমায়ূন আহমেদের লেখা একটি জনপ্রিয় উপন্যাস। এটি মূলত হালকা-ধারার রোমান্টিক এবং হাস্যরসাত্ম্যক আবহের গল্প। উপন্যাসটিতে গ্রাম্য পরিবেশ, সরল সম্পর্ক এবং জীবনঘনিষ্ঠ অনুভূতিগুলোর চমৎকার উপস্থাপনা রয়েছে। সহজ ভাষা আর হাস্যরস মেশানো গল্প বলার নিজস্ব ভঙ্গিতেই তিনি বইটিকে প্রাণবন্ত করে তুলেছেন।
হুমায়ূন আহমেদের লেখা ‘তেঁতুল বনে জোছনা’ তাঁর স্বতন্ত্র লেখনভঙ্গির এক চমৎকার উদাহরণ। বইটি পড়তে পড়তে পাঠক যেন ঢুকে পড়ে এক স্বপ্নময় গ্রামীণ পরিবেশে, যেখানে সরল-সোজা মানুষদের জীবন, আর এক অন্যরকম ভালোবাসার গল্প। উপন্যাসটির চরিত্রগুলো মনের মতো করে কথা বলে, হাসায়, আবার ভাবনাতেও ডোবায়। হুমায়ূন আহমেদের গল্প বলার সহজ ও সাবলীল ভঙ্গি এখানে পাঠকদের এক নতুন অভিজ্ঞতা দেয়। হাস্যরসের দারুণ সংমিশ্রণ, পাশাপাশি আবেগের সুন্দর প্রকাশ বইটিকে করে তোলে প্রাণবন্ত।
পাঠচক্র সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া ইভা। পাঠচক্র শেষে বইমেলা আয়োজন নিয়ে বিশেষ সভা হয়। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি খান নাঈম। এ সময় বইমেলা আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয় বইমেলা সম্পাদক মো. মুন্নাকে।
সভাপতি, বরগুনা বন্ধুসভা