নারী দিবসে নোয়াখালী বন্ধুসভার বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের সঙ্গে পক্ষ ও বিপক্ষ দলের সদস্যরাছবি: বন্ধুসভা

‘আমাদের সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা রোধ করতে কঠোর আইনের পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গি, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দূরীকরণ, সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নোয়াখালী বন্ধুসভার বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন উপদেষ্টা লায়লা পারভীন। এ সময় তিনি নারীর প্রতি সহিংসতার বাস্তব চিত্র ও সংকটগুলো তুলে ধরেন। ৮ মার্চ জেলা শহরের এফপিএবি ক্লিনিকের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‘নারী সহিংসতা রোধে কঠোর আইনই যথেষ্ট’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভীন, মাহফুজুর রহমান ও সাবেক সভাপতি আসিফ আহমেদ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সভাপতি উম্মে ফারহিন।

বিতর্কটি সনাতনী পদ্ধতিতে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। পক্ষ দল বেগম রোকেয়া ও বিপক্ষ দল সুফিয়া কামাল। পাল্টাপাল্টির যুক্তিতর্কের লড়াই শেষে বিজয়ী হয় বিপক্ষ দল সুফিয়া কামাল। শেষে পুরস্কার বিতরণ করা হয়।

উপদেষ্টা মাহফুজুর রহমান বলেন, ‘সমাজ থেকে নারীর ব্যাপারে যেসব কুসংস্কার প্রচলিত আছে, তা দূর করার জন্য বন্ধুদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের পরিবারগুলোতে কমবেশি নারীরা কোনো না কোনোভাবে সহিংসতার শিকার। এটি দূর করতে পরিবারের শিক্ষা জরুরি।’

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা