পাঠের আসরে হুমায়ূন আহমেদের ‘আমার ছেলেবেলা’

সিলেট বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার ছেলেবেলা’ একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়। লেখক তাঁর ছেলেবেলার কিছু অংশের সঙ্গে মিল রেখে রসবোধ ও চমৎকার বর্ণনা দিয়ে সাজিয়ে তুলেছেন উপন্যাসটি।

৯ জুন প্রথম আলোর সিলেট অফিসে উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। বই নিয়ে আলোচনা করেন মিহরাব আহমেদ ও ফারহানা হক।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সাদমান, পিয়াস, তাশফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ, সৌমেন দেব, মিহরাব হোসেনসহ অন্য বন্ধুরা।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, সিলেট বন্ধুসভা