কাতার বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠক শেষে কাতার বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঈদ–পরবর্তী কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে কাতার বন্ধুসভা। ৫ এপ্রিল এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি বুরহান উদ্দিন ছুটিতে দেশে অবস্থান করায় এদিন সভাপতির দায়িত্ব পালন করেন সহসভাপতি নাসিম আল রাশিদ। বৈঠকে পরবর্তী কার্যক্রম, পাঠচক্র, ম্যাগাজিন প্রকাশনা ও গবেষণামূলক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সাংগঠনিক সম্পাদক সত্য রায়, সহসাংগঠনিক সম্পাদক ইবরাহিম মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিহাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ম্যাগাজিন সম্পাদক ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য সাকিব হাসান ও বায়েজিদ আহমেদ।

প্রশিক্ষণ সম্পাদক, কাতার বন্ধুসভা