সাতক্ষীরা বন্ধুসভার বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা। ২৭ জুলাই বুধবার সাতক্ষীরা সরকারি কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলসংলগ্ন পুকুরপাড় ও কলেজ ক্যাম্পাসের সড়কের পাশে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

এর মধ্যে কৃষ্ণচূড়া ৬টি, পলাশ ফুল ৪টি, কাঠবাদাম ১৪টি এবং আকাশমনি গাছের ৬টি চারা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ১৫০টি তালগাছ ও ৫০টি নারকেলগাছের চারাও রোপণ করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম।

কৃষ্ণচূড়াগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী। এমন উদ্যোগে যুক্ত করায় বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগানো ও গাছের প্রতি ভালোবাসা তৈরিতে বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানাই। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে রোপণ করা গাছগুলো শিক্ষার্থীদের পরিচর্যায় বেড়ে উঠুক। ফুলে-ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ। শুধু মানুষ নয়, পশুপাখিসহ প্রকৃতির সবাই এর সুফল পাবে।’

সেখানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র, মোস্তাফিজুর রহমান, শেখ হাবিব, মো. ইমন, কর্ণ বিশ্বাস, সাফায়েত আহমেদ, সুরাইয়া ইসলাম, তারিক ইসলাম প্রমুখ।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা