স্বাধীনতা দিবসে চীন বন্ধুসভার আয়োজন

স্বাধীনতা দিবসে চীন বন্ধুসভার আলোচনা সভাছবি: সংগৃহীত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিল। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়।

১৯৭২ থেকে প্রতিবছর ২৬ মার্চ উদ্‌যাপিত হয়ে আসছে বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার আগে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন।

স্বাধীনতা দিবসে চীন বন্ধুসভার আলোচনা সভা

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে চীন বন্ধুসভা। এ উপলক্ষে ২৬ মার্চ এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীরা। সঞ্চালনা করেন হিমাংসু সরকার।

স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সভাপতি আহনাফ তাহমিদ। পরে স্বাধীনতা দিবস নিয়ে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জাদিরাই জান্নাত, নাঞ্জিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির আফিফা ইবনাত লামিয়া, সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের কাওসার হাবীব, ঝেংচৌ বিশ্ববিদ্যালয়ের মোরসালিন সরদার ও নাঞ্জিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির জান্নাতুল মাওয়া।

শিক্ষার্থী, ঝেংচৌ বিশ্ববিদ্যালয়