রংপুর বন্ধুসভার উদ্যোগে নতুন জামা ও খাদ্যসামগ্রী উপহার

নতুন জামা উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

রংপুর রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে ভিক্ষা করে ৯ বছরের টুকটুকি। স্থানীয় একটি অস্থায়ী স্কুলে শিশুশ্রেণিতে যায় অনিয়মিতভাবে। রঙিন জামা উপহার দিতে গিয়ে দেখা গেল টুকটুকি নেই। বন্ধুরা খুঁজে বের করে তার হাতে তুলে দিলেন ঈদ উপহার। জামা হাতে পেয়ে টুকাটুকির চোখভর্তি আনন্দ।

২৫ মার্চ বেলা ১১টায় রংপুর রেলস্টেশনের ছিন্নমূল শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রথম ধাপে ৬০ শিশুকে রঙিন জামা উপহার দেয় রংপুর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের বন্ধুদের নিজস্ব উদ্যোগে এ ঈদ উপহার দেওয়া হয়।

ঈদকার্ড হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

সকাল থেকেই রোজার মাসের নীরবতা ভেঙে শিশুদের কোলাহলে ভরে ওঠে কারমাইকেল কলেজের লিচুতলা। একে একে শিশুদের মধ্যে শার্ট, প্যান্ট, ফ্রক দেওয়া হয়। কেউ কেউ সেখানেই মনের আনন্দে জামা পরিধান করে।

স্টেশনের বাচ্চাদের নিয়ে কাজ করে এমন একজন আসিফ মাহমুদ। তাঁর কণ্ঠে ছিল কৃতজ্ঞতার সুর। সহমর্মিতার ঈদ নিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধুসভাকে। আসলে ভাষায় প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। আমরা খুব খারাপ সময় পার করতেছি, তার মধ্যে এটা বাচ্চাদের দিতে পারা একটা অকল্পনীয় বিষয় ছিল।’

রংপুর বন্ধুসভার মেহেদি আর্টিস্টরা যত্ন করে বাচ্চাদের রাঙিয়ে দেয়
ছবি: বন্ধুসভা

ঈদের আনন্দ ভাগাভাগি করে ছড়িয়ে দিতে হনুমানতলার ৩০ শিশু-কিশোরীকে নিয়ে মেহেদি উৎসব নামে ব্যতিক্রমী এক আয়োজন করে রংপুর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির এটা দ্বিতীয় আয়োজন। মেহেদি আর্টিস্টরা যত্ন করে বাচ্চাদের রাঙিয়ে দেয়। সেই সঙ্গে একটি করে মেহেদি প্যাকেট প্রত্যেককে উপহার দেওয়া হয়। সবশেষে সবার হাতে হাতে দেওয়া হয় ঈদকার্ড। ঈদকার্ড হাতে পেয়ে বাচ্চাদের চোখেমুখে সে কী আনন্দ!

তৃতীয় ধাপে কিছু ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। কার্যক্রমগুলোয় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক বৈশাখী রানী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আলম, উপদেষ্টা জহির রায়হান, সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদার, বন্ধু শাহরিয়ার শিশির প্রমুখ।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা