হাসান আজিজুল হকের ‘আত্মজা ও একটি করবী গাছ’ নিয়ে পাঠচক্র

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘আত্মজা ও একটি করবী গাছ’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের এগারো চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই সঞ্চালক সাইফ উদ্দিন লেখক ও গল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারপর একে একে অন্য বন্ধুরা গল্পটি পাঠ করেন এবং শেষে মু্ক্ত আলোচনায় অংশ নেন।

সহসভাপতি মোরশেদুল আলম বলেন, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে লেখক দেশভাগের করুণ চিত্র ফুটিয়ে তুলেছেন। যা পাঠকদের প্রবলভাবে নাড়া দেয় এবং ইতিহাস সচেতন করে তোলে।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার বলেন, গল্পটিতে একটি জাতির ভাঙনের ইতিহাস ও তার বেদনাবহ পরিণতির চিত্র ফুটে উঠেছে। করবী গাছ, কেশো বুড়ো, তিন যুবকের নানা বর্ণনায় গল্পটি পাঠকমনে বিস্তর প্রভাব ফেলেছে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা