পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা
‘একুশের চেতনাকে সুদৃঢ় করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর’
একুশ আমাদের জাতীয় অহংকার। ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন, বাংলাদেশের স্বাধীনতার প্রথম মাইলফলক। নিজের মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে কোনো দেশে কোনোকালে বাঙালির মতো রক্ত দিতে হয়নি অন্য কোনো জাতির। তাই তো বাঙালির শোকের, ব্যথার এবং একই সঙ্গে অত্যন্ত গর্বের এদিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।
দিনটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৮টা ৩০মিনিটে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ইমামুল ইসলাম, সহসভাপতি সুমাইয়া আক্তার, ফাহমিদা হোসনা, সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন, ‘একুশের চেতনাকে সুদৃঢ় করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। জাতীয় চেতনা ও ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এ উদ্যোগ।’ পুষ্পস্তবক অর্পণের পর বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন।
সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা