সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জ বন্ধুসভার উদ্যোগে সাংবাদিক এনামুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনছবি: বন্ধুসভা

সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ জানুয়ারি বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিরাজগঞ্জ বন্ধুসভা।

এনামুল হক প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি ছিলেন। স্মরণসভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আইয়ুব আলী, আরিফুল গণি, ফিরোজ আলম, সালেহা খাতুন, হেলাল আহমেদ, সভাপতি প্রদীপ সাহা, সহসভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নয়ন খান।

বক্তারা এনামুল হক খোকনের দীর্ঘ কর্মময় জীবনের নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু ইসমাইল হোসেন।

২০১৮ সালের ১৭ নভেম্বর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এনামুল হক। রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০১৯ সালের ৯ জানুয়ারি মারা যান তিনি।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা