শপথবাক্য পাঠের মধ্য দিয়ে নতুন বন্ধুদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। শপথবাক্য পাঠ করান সভাপতি তুহিনূজ্জামান।
৯ ফেব্রুয়ারি বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বন্ধুবরণ ও পরিচিতি পর্ব’ শিরোনামে নতুন বন্ধুদের বরণ করে নেওয়া হয়।
সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি তুহিনূজ্জামান বলেন, ‘নবীন বন্ধুদের নিয়ে একসঙ্গে ভালো কাজের মাধ্যমে রাবি বন্ধুসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বন্ধুসভার বন্ধু হিসেবে আমরা শপথ নিয়েছি সুনাগরিক হিসেবে দেশের মানুষের স্বার্থে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে মেধা ও সত্তাকে নিয়োজিত রাখার।’
যুগ্ম সাধারণ সম্পাদক তাবাসসুম জান্নাত বলেন, ‘বন্ধুসভার গঠনতন্ত্র অনুযায়ী আমরা নতুন বন্ধুদের যুক্ত করেছি। ভবিষ্যতে সবাইকে নিয়ে অনেক ভালো ভালো কাজ করতে পারব বলে আশা করি।’ সাধারণ সম্পাদক রহিমা সিদ্দিকী এ সময় নবীনদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে নবীন বন্ধুরা গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মাতিয়ে তোলেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ।
পরে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মাসুম বিল্লাহ, স্নেহা আশিষ, জয়ন্ত প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মীর আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিয়াদ খান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা সিদ্দীকা, কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত আলম, মেহেদী হাসান, শাহ জাহান, আব্দুল্লাহ আল নোমানসহ অর্ধশত নবীন বন্ধু।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, রাবি বন্ধুসভা