রংতুলির আঁচড়ে রঙিন জাবি বন্ধুসভার কক্ষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কক্ষের দরজা নতুন রূপে! রিকশাচিত্রকলার ছোঁয়া লাগল ক্যাম্পাসে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিএসসির ১০ নম্বর কক্ষের পুরোনো দরজাটি এখন নতুন রূপে সবার নজর কাড়ছে। জাবি বন্ধুসভার বন্ধুরাই জরাজীর্ণ এ দরজাটি মেরামত করেছেন এবং বাংলাদেশের রিকশাচিত্রকলা শিল্পের অনুপ্রেরণায় এটিকে আকর্ষণীয় চিত্রকল্পে সাজিয়েছেন।
রিকশাচিত্রকলার অনুপ্রেরণায় আঁকা হয়েছে ময়ূরের চিত্র। এই চমৎকার চিত্রকর্মের পেছনে রয়েছেন সহসভাপতি তাবাসসুম রিচিকা, সহসাংগঠনিক সম্পাদক শেখ হামিম ও দপ্তর সম্পাদক ইমাম আল আহসান। তাঁদের সৃজনশীল হাতের স্পর্শে দরজাটি এখন নতুন রূপ লাভ করেছে। কাজে সহযোগিতায় আরও ছিলেন সভাপতি সুমাইয়া জামান, সাধারণ সম্পাদক অনুপ সরকার, প্রশিক্ষণ সম্পাদক মৃদুল পাল, প্রচার সম্পাদক রেজনান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিক বাপ্পী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আছিয়া শান্তা, অনুষ্ঠান সম্পাদক অক্ষর, বন্ধু ইসতিয়াক ও নাফিসা।
সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের সংগঠনের রুমের দরজাটি কেবল একটি প্রবেশপথ না হয়ে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতির একটা প্রতীক হয়ে উঠুক। রিকশাচিত্রকলার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখতে চেয়েছি।’
কক্ষের দরজা ছাড়া রংতুলির আঁচড়ে আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে প্রবেশপথ। রংতুলির আঁচড়ে শৈশব–কৈশোরের মতো ঝকঝকে আর আলোর বিচ্ছুরণ ছড়াতে থাকবে জাবি বন্ধুসভার কক্ষ।
সহসভাপতি, জাবি বন্ধুসভা