‘জীবনানন্দ দাশের স্মৃতিকথা’ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বিশেষ তথ্যচিত্র

‘জীবনানন্দ দাশের স্মৃতিকথা’ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বিশেষ তথ্যচিত্র

১৭ ফেব্রুয়ারি ছিল বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে অন্যতম কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী। নির্জনতা কিংবা প্রকৃতির কবি হিসেবে খ্যাত জীবনানন্দ দাশের অনবদ্য সাহিত্যকর্ম আজও গেঁথে আছে দুই বাংলার পাঠকদের হৃদয়ে। তাঁর কবিতা আমাদের যেন নিয়ে যায় অন্য এক বাংলায়। যেখানে পাখির নীড়ের মতো চোখ তুলে চায় নাটোরের বনলতা সেন। যেখানে বুনো হাঁসের ডাক শোনা যায়। যেখানে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নেমে আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। যেখানে প্রকৃতি আর নিঃসঙ্গতা মিলেমিশে একাকার হয়ে যায়।

বাংলার এই গুণী কবিকে স্মরণে রাখতে চট্টগ্রাম বন্ধুসভা নির্মাণ করেছে ভিডিও তথ্যচিত্র ‘জীবনানন্দ দাশের স্মৃতিকথা’। চট্টগ্রাম বন্ধুসভার ফেসবুক পেজে এটি প্রদর্শিত হয়েছে। যেখানে কবিকে নিয়ে স্মৃতিচারণা এবং অনুভূতি ব্যক্ত করেছেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশান ও সঞ্জয় বিশ্বাস।

তথ্যচিত্রে কবি জীবনানন্দ দাশের দুটি কবিতার কিছু অংশবিশেষ পাঠ করেন বন্ধু সাকিব জিশান ও বহ্নি শিখা৷ এ ছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরান চৌধুরী ও সাকিব জিশান। কণ্ঠ এবং ভিডিও সম্পাদনা করেন কামরান চৌধুরী।

ভিডিও তথ্যচিত্রটি দেখুন

ম্যাগাজিন সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা