ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রয়োজন ধৈর্যশক্তি

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং কর্মশালাছবি: বন্ধুসভা

ফ্রিল্যান্সিং, বর্তমান যুগের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর মধ্যে একটি। মূলত অনলাইনে স্বতন্ত্রভাবে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করাকে আমরা ফ্রিল্যান্সিং হিসেবে জানি। কাজটি কিছু মানুষ অনেক বেশি সহজ মনে করলেও বিষয়টি আসলে তেমন নয়। আবার একেবারে কঠিনও নয়। এই পেশার অন্যতম বড় একটি সুবিধা হচ্ছে, আপনি কখন, কোথায়, কীভাবে কাজ করবেন, তা বেছে নেওয়ার স্বাধীনতা। যেখানে আপনিই আপনার বস, যার ফলে কাজের স্বাধীনতা রয়েছে।

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং কর্মশালায় কথাগুলো বলেন আলোচকেরা। ২৫ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গ্রিন হর্স অ্যাপারেল সলিউশনের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। গ্রিন হর্স অ্যাপারেল সলিউশনের সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাসান আহমেদ ইমরান, প্রশিক্ষক ও সাবেক শুটার সুরাইয়া আক্তার, সাজিদ সরদার এবং নারায়ণগঞ্জ বন্ধুসভার বইমেলা সম্পাদক গাজী উমর ফারুক।

প্রশিক্ষকেরা ধাপে ধাপে ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়গুলো উপস্থাপন করেন। কীভাবে শুরু করতে হয়, কীভাবে দক্ষতা বাড়াতে হয়, কীভাবে অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে গড়ে তুলতে হয়। সফল ফ্রিল্যান্সারদের বাস্তব গল্প, ব্যক্তিগত চ্যালেঞ্জ এবং প্রেরণাদায়ক অভিজ্ঞতা। সব মিলিয়ে কর্মশালার প্রতিটি মুহূর্ত ছিল অনুপ্রেরণায় ভরপুর। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি নিজেদের জিজ্ঞাসা উপস্থাপন করেন এবং কার্যকর সমাধান ও পরামর্শ পান।

গৃহিণী রিনা বেগম, যিনি সংসারের কাজের বাইরে কখনো নিজের জন্য কিছু ভাবেননি। প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি বলেন, ‘আজ মনে হচ্ছে, আমিও পারব। ঘরে বসেই নিজের স্বপ্ন গড়তে পারব।’

অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রশিক্ষক সুরাইয়া আক্তার বলেন, ‘ইচ্ছাশক্তি আপনাকে পরবর্তী ধাপে নেবে। পরিশ্রম আপনাকে সফলতার পথ দেখাবে।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং কর্মশালা।

হাসান আহমেদ ইমরান বলেন, ‘জীবনে শুধু একটা সহজ গণিত মনে রাখবেন। ১০০ টাকা ইনকাম করতে চাইলে, আগে ১০০ টাকা খরচ করতে শিখুন। মানসিকতা পরিবর্তন করুন, জীবন বদলে যাবে।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাব্বির আল ফাহাদ বলেন, ‘বন্ধুসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, নারায়ণগঞ্জ বন্ধুসভা আগামী দিনেও অন্যান্য বিষয়ে কর্মশালার আয়োজন করবে।’

সভাপতি নয়ন আহমেদ বলেন,‘ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রয়োজন ধৈর্যশক্তি। তাই প্রথমে ধৈর্যশক্তিকে জয় করতে শিখুন।’

আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান ও আল হেরা স্কুলের প্রধান শিক্ষক সোহেল ইসলাম। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌন লাকি।

প্রশিক্ষণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা