বন্ধুত্ব মজবুতে কড়াই বিল ভ্রমণ

ভ্রমণে গিয়ে সরিষা খেত দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি কেউ!
ছবি: বন্ধুসভা

বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে, সম্পর্ক মজবুত হয়। কাজের স্পৃহা বৃদ্ধি পায়। আর কোনো সংগঠনের ক্ষেত্রে হলে সেখানে কাজের গতিশীলতা বাড়ে। তাই নিজেদের মধ্যকার পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর একসঙ্গে ভ্রমণে বের হন।

৩ ফেব্রুয়ারি বার্ষিক ভ্রমণে দিনাজপুরের রুদ্রপুর দীপশিখা ও কড়াই বিল ঘুরে এসেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। শিরোনাম দেওয়া হয় ‘এসো মিলি প্রাণের টানে এবং একবেলা কাটাই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে’।

সকাল আটটায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা থেকে রওনা দিয়ে বেলা ১১টার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার রুদ্রপুরের দীপশিখা স্কুলে পৌঁছান বন্ধুরা। সেখানে আবাসিক ছাত্রদের সঙ্গে একবেলা সময় উপভোগ করেন সবাই। পরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেদের ব্যস্ত সময়গুলোকে বিসর্জন দিতে বিরলের কড়াই বিলের উদ্দেশে রওনা দেন।

দিপশিখা স্কুল পরিদর্শনের সময়
ছবি: বন্ধুসভা

কড়াই বিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উৎস। শীতকালে এটি অতিথি পাখির অভয়ারণ্য। কড়াই বিলে বন্ধুরা দুপুরের আহার গ্রহণ শেষে কান্তজিউ মন্দিরের উদ্দেশে রওনা দেন। মন্দিরে পৌঁছে স্থাপত্য নিদর্শন ঘুরে ঘুরে দেখেন বন্ধুরা। বিকেল গড়িয়ে ফেরার সময় হয়ে যায়।

সহসভাপতি ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা গতানুগতিক ধারায় না গিয়ে প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে চেয়েছি। আর তাই প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাগুলোতে আমাদের ভ্রমণের স্থান নির্বাচন করা।’

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা