জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ নিয়ে পাঠচক্রের আসর

নাটোর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে নাটোর বন্ধুসভা। ৭ মার্চ বিকেলে নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস ‘একাত্তরের দিনগুলি’ বইটি পড়ে শোনান ও ব্যাখ্যা-বিশ্লেষণ করেন। তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তানে বসবাসকারীদের মধ্যে একাত্তর এসেছে বলে আজ বাংলাদেশের দেখা পেয়েছি। স্বাধীনভাবে চলতে পারছি।’

রোজা রেখে পাঠচক্রে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সেলিম রেজা, সহসভাপতি সুমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, প্রচার সম্পাদক মিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নিয়াজ খান, বন্ধু সায়েম হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, জেবা খাতুন, নুর ই আফরোজ, মাহামুদুল হাসান, শিহাব আলীসহ অন্য বন্ধুরা।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, নাটোর বন্ধুসভা