কেশবপুরে শিশুরা পেল রঙিন জামা

কেশবপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ছোট্ট শিশু রিফাতের মন খারাপ। কারণ, সে এবার ঈদের আগে জামা পায়নি। তার মা ফাতেমা বেগম জানান, রিফাতের বাবা আসাদুজ্জামান ঢাকায় ইটভাটায় কাজ করেন। বাড়ি না আসায় এবার পরিবারের ঈদের আনন্দ নেই। ঈদের আগে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রিফাতকে একটি রঙিন জমা দেওয়া হলে সে আনন্দে আত্মহারা হয়।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৯ এপ্রিল শিশুদের রঙিন জামা উপহার দিয়েছে যশোরের কেশবপুর বন্ধুসভা। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের মাঠে শিশুদের হাতে রঙিন জামা তুলে দেন বন্ধুসভার বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বুলবুল আহমেদ, প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর বন্ধুসভার সভাপতি হুসাইন আহমেদ, বন্ধু শরিফুল ইসলাম।