স্বাধীনতা দিবসে পাঠচক্র ও আলোচনা সভা

মিরপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ড. আলী আসগর রচিত ‘গণতন্ত্র, বঙ্গবন্ধু, স্বাধীনতা’ বইটি নিয়ে পাঠচক্র ও আলোচনা সভা করেছে মিরপুর বন্ধুসভা। ২৬ মার্চ সকাল ১০টায় শুরু হয়ে সভা শেষ হয় বেলা ১টায়।

পাঠচক্র ও আলোচনা সভার শুরুতেই ভূমিকা পাঠ করে শোনান সভাপতি অপূর্ব বড়ুয়া। ‘আদর্শ গণতন্ত্র’ নিয়ে আলোচনা করেন বন্ধু আবিদুর রহমান। ‘শিক্ষার বিস্তার ও গণতন্ত্রের বিকাশ’ নিয়ে আলোচনা করেন বন্ধু সাইফুল আলম। ‘জাতীয় ঐক্য ও বঙ্গবন্ধু’ নিয়ে আলোচনা করেন বন্ধু যুবাইর বীন আহমদ। ‘স্বাধীনতা যুদ্ধের ইতিহাস’ নিয়ে আলোচনা করেন বন্ধু মানসিব রহমান ও ‘আমার দৃষ্টিতে স্বাধীনতা’ বিষয় নিয়ে আলোচনা করেন অন্য বন্ধুরা।

বন্ধু ইমুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বন্ধু ইয়াসিন আরাফাত, সজীব আহমেদ, সুমন মিয়া, জুবায়ের হোসেন প্রমুখ। পরে সবাইকে একটি করে লিটন ম‍্যাগাজিন উপহার দেওয়া হয়।

সভাপতি, মিরপুর বন্ধুসভা