বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে ও খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের কাঁচা ঘর মেরামতে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় পরিবারগুলোর হাতে অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা নুরুল ইসলাম আজাদ, প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, বন্ধুসভার সহসভাপতি সাইফুল্লাহ সরোয়ার, বন্ধু মোরশেদুর রহমান, মুবিন উদ্দীন, জান্নাতুল তামান্না, রাহাত উল্লাহ প্রমুখ। সঞ্চালনা করেন অর্থ সম্পাদক রবিউল মোস্তফা।