‘বৃক্ষরোপণের সুফল সমাজের মানুষ, পশুপাখি সবাই পাবে’

বরিশাল বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় সারা দেশে চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় বরিশাল বন্ধুসভা জেলার বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাড়ে তিন শতাধিক গাছের চারা বিতরণ করেছে।

২৮ আগস্ট দিনব্যাপী চলে এ কর্মসূচি। বন্ধুরা চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়, বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালুকা মাধ্যমিক বিদ্যালয়, বুখাইনগর ডিংগামানিক দাখিল মাদ্রাসা, বুখাইনগর মডেল কিন্ডারগার্টেন (প্রি–ক্যাডেট) স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। বরিশাল বন্ধুসভার পক্ষ থেকে ছিলেন সভাপতি নাঈম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ, কার্যনির্বাহী সদস্য আকবর মুবিনসহ অন্য বন্ধুরা।

বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমিও বৃক্ষপ্রেমী মানুষ। তাই প্রথম আলো বন্ধুসভার এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। বৃক্ষরোপণের সুফল সমাজের মানুষ, পশুপাখি সবাই পাবে।’

বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, শালুকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানমসহ সবাই বরিশাল বন্ধুসভার এই কাজকে সাধুবাদ জানান।

এ ছাড়া বরিশাল বন্ধুসভার উদ্যোগে বুখাইনগর বাজার কমিটি ও স্থানীয় লোকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। বুখাইনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘সাধারণত কখনো কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের উদ্যোগ নিয়ে আমাদের কাছে আসেনি।’ তিনি বরিশাল বন্ধুসভাকে ধন্যবাদ জানান।

বন্ধুসভার উদ্যোগে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন বরিশাল বি এম কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচি পালন করা হবে।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা