শীতার্তদের উষ্ণতায় ড্যাফোডিল বন্ধুসভা

ড্যাফোডিল বন্ধুসভার শীতবস্ত্র বিতরণছবি: অদিত আল নাফিউ

রফিক আলী সপরিবার গ্রাম থেকে শহরে আসেন কাজের খোঁজে। পরিবারকে নিয়ে সুখে–শান্তিতে থাকবেন দেখে এখানে আসা। কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধিসহ নানা প্রতিবন্ধকতায় তাঁদের বইতে হচ্ছে কষ্টের বোঝা। বর্তমানে ঢাকার আশুলিয়ায় ছোট একটা কুঠিতে কোনোরকমে দিন অতিবাহিত হচ্ছে পরিবারটির। তাঁদের না আছে শীত নিবারণের জন্য গরম কাপড়, না আছে কম্বল।

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের উপহার দেওয়া কম্বল পেয়ে খুশি হয়ে রফিক আলী বলেন, ‘একটিমাত্র চাদর দিয়া কোনোমতে রাতগুলা পার কইরা দিতাছিলাম। ছেলেমেয়েগুলার দুই দিন পরপরই ঠান্ডা লাগে। ডাক্তারের কাছে নেওয়ারও সাধ্য নাই আমাগো। আপনাগোর কম্বলে এবার অনেক উপকার হইবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকেরা
ছবি: অদিত আল নাফিউ

১৮ জানুয়ারি সাভার উপজেলার আশুলিয়া ও আশপাশের এলাকায় শীতে জরাজীর্ণ ও দুস্থ মানুষের মধ্যে ২০০টির বেশি কম্বল, ভ্যাসলিন ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে ড্যাফোডিল বন্ধুসভা। এদিন বিকেলে ১২ জন উদ্যমী বন্ধু বেরিয়ে পড়েন শীতার্ত মানুষের কাছে উষ্ণতার উপহার পৌঁছে দিতে। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন তাঁরা।

৬২ বছরের এক বৃদ্ধা বলেন, ‘এই কম্বল আমার মেলা উপকার হইব। কয় দিন যে ঠান্ডা পড়ছে, যা আছে তা দিয়া হয় না। আপনাগো লাইগা নামাজ পইড়া দোয়া করুম।’ নাম প্রকাশ না করার শর্তে আরেক বৃদ্ধ বলেন, ‘আমরা কোনোমতে কিছু কইরা খাই। পোলামাইয়াগুলারে তিন–চারটা ছ্যাঁড়া গেঞ্জি পরাইয়া ঘুম পাড়ায় গরম কম্বল, চাদর কিছু নাই। আল্লাহ আপনাগোর ভালা করুক।’

শীতবস্ত্র হাতে শীতার্তরা
ছবি: অদিত আল নাফিউ

সমাজ মানুষকে একত্রে বাঁচতে শেখায়। প্রত্যেকের সুখে–দুঃখে পাশে থাকতে শেখায়। এভাবেই সবার পাশে থেকে সমাজ, দেশ ও সমগ্র পৃথিবীকে আরও অগ্রসর করে নিতে হবে। ড্যাফোডিল বন্ধুসভা নিজেদের সাধ্যমতো সেই অগ্রযাত্রায় অংশ নিতেই চেষ্টা করে যাচ্ছে।

শীতবস্ত্র বিতরণের সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মাদ আল্লাইয়ার বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভার সামাজিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছি।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা ড. মিলান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর দিলজেব কবির, ডিরেক্টর সেফটি অ্যান্ড সিকিউরিটি অবসরপ্রাপ্ত মেজর শাহ আলম, ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সভাপতি নাজমুল অভি, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল মলিসহ অন্য বন্ধুরা।

বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা