ময়মনসিংহে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে চারাগাছ বিতরণছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ময়মনসিংহ বন্ধুসভা দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি করে। গত ২৬ আগস্ট প্রথম দিন জেলার তারাকান্দা উপজেলার ৮টি স্থানে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন বন্ধুরা। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আমগাছ, সজনেগাছ ও আমলকীগাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা নিজে উপস্থিত থেকে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল উপজেলার বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করা; কিন্তু প্রশাসনিক কাজের ব্যস্ততা ও লোকবলের অভাবে পর্যাপ্ত গাছ রোপণ করতে পারিনি। এখন থেকে তোমাদের নিয়ে এ কাজে অংশগ্রহণ করতে চাই।’

ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মোরশেদ বলেন, ‘নিয়মিত পত্রিকাতে বন্ধুসভার বিভিন্ন কর্মসূচি দেখি। আজ তোমাদের সঙ্গে সরাসরি বৃক্ষরোপণে অংশগ্রহণ করে ভালো লাগছে।’

তারাকান্দা উপজেলা পরিষদে বৃক্ষরোপণের পর পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মডেল মসজিদ, এতিমখানা, তারাকান্দা থানাসহ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আটটি স্থানে এ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক হামিদুল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রায়হান মুজিব, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, বন্ধু শাকিল হোসেনসহ ১৫ জন বন্ধু।

ময়মনসিংহ বন্ধুসভার পক্ষ থেকে গাছ উপহার পেয়ে শিক্ষার্থীরা খুশি
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় দিন ২৭ আগস্ট ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়। প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে নিমগাছ, কাঁঠাল ও সজনেগাছের চারা বিতরণ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, প্রথম আলো বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলাম, ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি নাহিদ মন্ডলসহ বন্ধুসভার বন্ধু ও শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা