শহীদ মিনারে জামালপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণ করেছে জামালপুর বন্ধুসভা। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরি করে বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল হাসান, বইমেলা সম্পাদক আমির হামজা, কার্যনির্বাহী সদস্য জোবায়ের আহমেদ, মিফতাহুল জান্নাতসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা