জাককানইবি বন্ধুসভার সাধারণ সভা ও মৌসুমি ফল উৎসব
সময়ের পরিক্রমায় বদলে যায় প্রকৃতি, আসে নতুন ঋতু আর তার সঙ্গে নিয়ে আসে মৌসুমি ফলের স্বাদ। সেই স্বাদের স্পর্শ নিতে বন্ধুদের নিয়ে সাধারণ সভা ও মৌসুমি ফল উৎসব করে জাককানইবি বন্ধুসভা। ২৫ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
নতুন ও পুরোনো বন্ধুদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন। নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। কীভাবে কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে সবাই মত বিনিময় করেন।
আড্ডা ও আনন্দের মধ্য দিয়ে মৌসুমি ফল খাওয়া ছিল দারুণ উপভোগ্য। উপস্থিত ছিলেন উপদেষ্টা সাকিবুল হাসান, সাব্বির মিয়া, সভাপতি আকিব হোসেন, সাধারণ সম্পাদক রাবেয়া অমিসহ কমিটির অন্য সদস্য ও বন্ধুরা।
সভাপতি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, সাধারণ সম্পাদক সার্বিক কার্যক্রমের বিবরণ দেন এবং নতুন বন্ধুরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এই আয়োজন একসঙ্গে পথচলার নতুন প্রতিশ্রুতি। নতুন বন্ধুরা অনুপ্রাণিত হয়ে বন্ধুসভার কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বন্ধু, জাককানইবি বন্ধুসভা