মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের নিয়ে ফল উৎসব করেছে খুলনা বন্ধুসভা। ২৭ জুন বিকেলে জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের জামেয়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এটি অনুষ্ঠিত হয়।
উৎসবে ছিল আম, কাঁঠাল, কলা, আনারস, কামরাঙা, আমড়া, পেয়ারা, আপেল, আঙুরসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল। পাশাপাশি শিশুদের জন্য ছিল কুইজ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা।
বন্ধুসভার উদ্যোগে খুশি হয়ে জামেয়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম আলহাজ মাওলানা হাবিবুল্লাহ বলেন, ‘আমাদের এতিমখানার শিশুরা সাধারণত এমন আয়োজনে অংশ নিতে পারে না। আজ তারা ভালোবেসে যেভাবে বিভিন্ন ফল খেয়েছে এবং হাসিমুখে দিন কাটিয়েছে, তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। খুলনা বন্ধুসভাকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য।’
এতিমখানার শিশুদের উদ্দেশে খুলনা বন্ধুসভার সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘আষাঢ়ের ফল তোমাদের সঙ্গে খেতে পারাটা আনন্দের। তোমাদের মেধা সবার জন্য কাজে লাগাতে হবে। তোমাদের মুখের হাসিই আমাদের আসল প্রাপ্তি। খুলনা বন্ধুসভা সব সময় চায় তোমাদের পাশে দাঁড়াতে। ফল উৎসবের মাধ্যমে আমরা তোমাদের একটু আনন্দ দিতে চেয়েছি।’
১০ বছর বয়সী শিক্ষার্থী তামিম হাসানের বাবা নেই। অনুভূতি জানিয়ে সে বলে, ‘ম্যালা দিন পরে অনেকগুলো ফল খেলাম। মা আমাকে ভালোবাসলেও অন্যের বাড়িতে কাজ করে আমার খরচ দিতে তাঁর কষ্ট হয়। আবার যদি এমন অনুষ্ঠান হয়, খুব ভালো লাগবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা তৌহিদুল ইসলাম, সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহা. রহমাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা জুথি, অর্থ সম্পাদক ইমন মিয়া, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জুঁই আক্তার, বন্ধু শাম্মি আক্তার, লিমন হোসেন, শাহ বিন আয়েশা, শ্রাবন্তী কুন্ডু, আবু হানিফাসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা