জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের বইমেলা পরিদর্শন

বইমেলায় প্রথমা স্টলের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একঝাঁক বন্ধুছবি: বন্ধুসভা

ভাষার মাসে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। দেশের সব শ্রেণির পাঠক সারা বছর অপেক্ষায় থাকে, কখন বসবে অমর একুশে বইমেলা। কবে বসবে বাঙালির মিলনমেলা। ভাষা আন্দোলন, বাংলা একাডেমি আর বইমেলা যেন একসূত্রে গাঁথা।

১১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা পরিদর্শনে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একঝাঁক বন্ধু। সেখানে তাঁদের দেখা হয় জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট এবং নবীন লেখিকা রোকেয়া আশার সঙ্গে। তাঁরা দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হাসান মাহমুদ সম্রাট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে এখন বই নিয়ে উদাসীন, সেখানে বন্ধুসভার বন্ধুদের বইমেলা নিয়ে আগ্রহ দেখে রীতিমতো মুগ্ধ। প্রতিটি বন্ধুসভার বন্ধুরা যেন নিজ নিজ জায়গা থেকে বই পড়েন এবং বইমেলা আয়োজনের উদ্যোগ নেন, সেই প্রত্যাশা থাকবে।’

বইমেলায় অসংখ্য প্রকাশনার স্টল রয়েছে। যেগুলোয় পুরোনো ও নবীন লেখকদের বইয়ের সমাহার রয়েছে। বইমেলায় গিয়ে বন্ধুরা প্রথমেই প্রথমা প্রকাশনের স্টলটি পরিদর্শন করেন। এরপর একে একে আরও বিভিন্ন স্টল ঘুরে দেখা হয় এবং নিজেদের বইমেলা আয়োজনের স্বপ্ন বুনেন বন্ধুরা।

এবারের বইমেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকেয়া আশার দ্বিতীয় বই ‘নবম’ প্রকাশিত হয়েছে। বইমেলা পরিদর্শন শেষে বন্ধুরা বাংলা একাডেমির ভেতরের বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের স্টলগুলো পরিদর্শন করেন। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন রকম খাবার খেয়ে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে ফিরে আসেন।

প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা