যাত্রা শুরু হলো কুয়াকাটা বন্ধুসভার

প্রীতি সম্মেলনে অতিথিরা
ছবি: বন্ধুসভা

বন্ধুত্বেই শক্তি, বন্ধুত্বেই জয়। প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন সবাই। দেশের অন্যতম পর্যটন অঞ্চল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার মানুষেরা বাদ যাবেন কেন! তাঁদের ইচ্ছার পূর্ণতা দিতে এবার যাত্রা শুরু হলো কুয়াকাটা বন্ধুসভার।

শুক্রবার কুয়াকাটা সমুদ্রসৈকতের পার্শ্ববর্তী একটি হোটেলে কলাপাড়া বন্ধুসভার উদ্যোগে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঘোষণা করা হয় কুয়াকাটা বন্ধুসভার ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি। মাহমুদ হাসানকে আহ্বায়ক এবং মো. ইলিয়াসকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করেন প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ। তিনি বন্ধুসভার গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ। তিনি বলেন, ‘আমি ২০০৪-২০০৫ সালে বরিশাল বন্ধুসভার সভাপতির দায়িত্ব পালন করেছি। বন্ধুসভার কার্যক্রমের সঙ্গে থেকে মানবিক হওয়া, কীভাবে ভালো কাজ করা যায় তা শিখেছি। এ জন্য গর্ববোধ করি। সমাজের সব ভালো কাজের সঙ্গে বন্ধুসভা আগে ছিল, এখনো আছে।’ তিনি কুয়াকাটা বন্ধুসভার সব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা বক্তব্য দেন কলাপাড়া বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা ইয়াকুব খান, আমতলী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মাসুকুর রহমান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা পারভীন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা খান, কুয়াকাটা খানাবাদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ।

সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা