রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ছুটি’ নিয়ে রাবি বন্ধুসভার পাঠচক্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্র অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

১৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্র করেছে রাবি বন্ধুসভা। পাঠচক্রের বিষয় ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ছুটি’।

বন্ধুরা নিজেদের ভাষায় এ গল্প সম্পর্কে বইয়ে যেভাবে উল্লেখ আছে, তার সারমর্ম তুলে ধরেন। প্রতিবারের মতো এই পাঠচক্রেও সেরা পাঠক নির্বাচন করা হয়। সেরা পাঠক হয়েছেন বন্ধু আবু রায়হান।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি সুরুজ সরদার, সাধারণ সম্পাদক সিফাত হোসেন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বন্ধু প্রেমা সরকার প্রমুখ।

প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা