‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে নাটোর বন্ধুসভার পাঠচক্র

নাটোর বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে প্রায় ১৮ মিনিট বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। যে ভাষণে অনুপ্রাণিত হয়ে বাংলার সব স্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যে ভাষণ না হলে হয়তো বাংলাদেশই হতো না। সেই ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে নাটোর বন্ধুসভা।

৭ মার্চ বিকেল চারটায় এন এস সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন কুমার শীল।

পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন নাটোর বন্ধুসভার উপদেষ্টা ও নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা। বই পড়ে ভালো লাগার বিষয় নিয়ে কথা বলেন প্রথম আলোর প্রতিনিধি মুক্তার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি মাহবুব রহমান, সহসভাপতি সুমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, প্রশিক্ষণ সম্পাদক প্রান্ত মৈত্র, বন্ধু সামিউল ইসলাম, এস এম রাব্বি, ছন্দা রানী মহন্ত, শাবনুর খাতুন, সাইমা খাতুন, রিতু আক্তার, মোছা. শারমিন, এনামুল হক রনিসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা