পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বন্ধুসভার বন্ধুরা একে অপরকে বই উপহার দিয়েছেন। ২১ ফেব্রুয়ারি বিকেলে বন্ধুরা জেলা শহীদ মিনার প্রাঙ্গণে একত্র হয়ে একে অপরকে বই উপহার দেন।
দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মুরাদ আকন বলেন, ‘আমরা বন্ধুসভার বন্ধুরা একে অপরকে বই উপহার দিয়েছি। এতে নিজেদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে।’ দপ্তর সম্পাদক জেরিন নেছা বলেন, ‘আমাকে আমার বন্ধু “স্মৃতির দেয়ালে প্রজাপতি মন” নামে একটি বই উপহার দিয়েছে। বইটি খুব পছন্দ হয়েছে। বইয়ের নাম দেখেই পড়তে ইচ্ছা হচ্ছে।’
সাধারণ সম্পাদক সাজেদা আক্তার বলেন, ‘আজ আমরা বাংলা ভাষার বই উপহার দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছি। বন্ধুসভা যেহেতু একটি পাঠক সংগঠন, তাই সবাইকে বই পড়তে উৎসাহ দেওয়া হয়। এই বই দিয়ে আগামী পাঠচক্রগুলো করতে পারব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি শাফিউল মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খান, তামান্না মোসলেম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মালিশা রহমান, কার্যনির্বাহী সদস্য জিহাদ শাহরিয়ারসহ আরও অনেকে।
সভাপতি, পিরোজপুর বন্ধুসভা