পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে চারা গাছ রোপণ
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
এদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এবং প্রতিটি হলে ফলদ ও বনজ গাছের বিভিন্ন প্রজাতির ২০০টি চারা রোপণ করেন বন্ধুরা। গাছ দিয়ে সহযোগিতা করে ব্র্যাক মাইক্রোফিন্যান্স।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি আতিক রাহাত, সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান, সহসভাপতি ফারিহা তাসনিমসহ অন্যান্য বন্ধু ও শিক্ষার্থীরা।
সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা