মেঘাচ্ছন্ন আকাশে টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে ৩০ মে সকাল ৯টায় পাঁচ শ শিক্ষার্থীর উপস্থিতিতে কুড়িগ্রাম পুলিশ লাইনস মিলনায়তন যেন এক উৎসবস্থলে পরিণত হয়। তাদের উপস্থিতির কারণ, কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণ।
যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই স্বাস্থ্য অলিম্পিয়াড। ইউএসএআইডি, আইসিডিডিআরবি ও প্রথম আলো এটির আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা।
এদিন সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
উদ্বোধনের পর কুইজ ও উত্তরপত্র মূল্যায়নের কাজ। পাশাপাশি চলে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা। সেখানে বিচারকেরা শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা দেখে বিচারকার্য পরিচালনা করেন। এরপর মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব। শেষে বিজয়ীদের সনদ, মেডেল ও টি-শার্ট দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম, আইসিডিডিআরবির প্রতিনিধি চিকিৎসক মো. সোহেব আক্তার, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, মেডিকেয়ার নার্সিং কলেজের সহপ্রশাসনিক কর্মকর্তা মো. মুকুল হোসেন, স্বাস্থ্য অলিম্পিয়াডের সমন্বয়ক নুরুজ্জামান নাদিম ও কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা।