ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। প্রতিযোগিতায় লড়াই করছে বাংলাদেশও। এ নিয়ে ভক্ত-সমর্থক থেকে শুরু সর্বস্তরের জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। সেই উৎসাহকে আরও বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
১৮ অক্টোবর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুসভার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘স্ট্রিট কুইজ কম্পিটিশন ১.০’। পৃষ্ঠপোষকতায় ছিল ক্রিয়েটিভ ম্যাথ সেন্টার।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা শিক্ষার্থীদের বিশ্বকাপ এবং ক্রিকেট সম্পর্কিত নানা প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতাদের হাতে তাৎক্ষণিকভাবে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে পরিবেশ বন্ধু গাছ।
সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা