যশোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
গাছ লাগানোর সবচেয়ে ভালো মৌসুম হচ্ছে বর্ষাকাল। এই ভরা বর্ষায় প্রথম আলো বন্ধুসভার এ বছরের প্রতিপাদ্য ‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’। এই প্রতিপাদ্যে ৩১ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি করেছে যশোর বন্ধুসভা।
যশোর হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় এদিন যশোর শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মোট ২০০টি কাটিমন আম ও আমলকীগাছের চারা বিতরণ করেন বন্ধুরা। প্রথম ধাপে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমিতে একটি জামগাছের চারা রোপণ করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ১০০ শিক্ষার্থীর মধ্যে চারা গাছ বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, প্রতিষ্ঠানটির সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান কবীর এবং যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক দীপঙ্কর দাস।
দ্বিতীয় ধাপে তালবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১০০টি চারা গাছ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, বন্ধু সাইদুর রহমান, কাজী ইসরাত সাহেদ, নুরুন্নবী, শাহিন আলম, নাহিদ হাসান, রিফাত আহমেদ, রাশেদ আহমেদ প্রমুখ। পুরো আয়োজন সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য হামিদা হিমু।
কার্যনির্বাহী সদস্য, যশোর বন্ধুসভা